মেমারী কার্ড ও পেনড্রাইভ রিপেয়ারিং এর ফান্ডা---টেলিকম আইনক্স – 9831463802 / 7998402776


Author: Sanjib Pandit
20113 View
8m 35s Lenght
306 Rating


Memory card জিজ্ঞাসা প্রশ্ন : memory card এ অনেক essential data রয়েছে। but হঠাৎ করেDamaged SD card দেখায় এবং কোন ডাটা show করছে না। আমি কিভাবে ডাটা গুলো উদ্ধার করতে পারি? উত্তর : Damaged SD কার্ড বা Corrupted SD কার্ডের রিকভারি বা ফাইল উদ্ধার করতে কার্ড রিডার বা USB দিয়ে কম্পিউটারে কানেক্ট করে নিম্নোক্ত সফটওয়্যার গুলোর সাহায্য নিতে পারেন। ১। EaseUS Free Data Recovery ২। ZAR X তবে গ্যারান্টি নেই যে ফাইল অবশ্যই ফিরে পাবেন। এটা আপনার SD কার্ড কিরকম Damage হয়েছে তার উপর নির্ভর করবে। প্রশ্ন : ফেটে যাওয়া Memory Card এর Data/video/picture/Music গুলা কিভাবে পেতে পারি? উত্তর : মেমোরি চিপের পুরো অংশেই সার্কিট থাকে, ফেটে গেলে তা একদমই অকার্যকর হয়ে যায়। এগুলো ফিরে পাওয়া সম্ভব নয়। প্রশ্ন :data recovery software ছারা অন্য কোনো ভাবে নষ্ট memory card ঠিক করা যায় কি? গেলে তা কি ভাবে? উত্তর :কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে কানেক্ট করুন। খেয়াল রাখুন, হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো মেমোরি কার্ড দেখালেও সেটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার আপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেনুর উপর দিকে কমান্ড প্রম্পট (cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run as administrator সিলেক্ট করে সেটি খুলুন। কমান্ড প্রম্প্ট চালু হলে এখানে chkdsk mr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ। কম্পিউটারে কার্ডের ড্রাইভ দেখতে পেলে এখানে 'চেক ডিস্ক' সম্পন্ন হতে দিন। এখানে convert lost chains to files বার্তা এলে y টিপুন। এ ক্ষেত্রে ফাইল যদি ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদি invalid file system দেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করে Format-এ ক্লিক করুন। File system থেকে FAT নির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না। প্রশ্ন : Unsupported memory card কিভাবে ঠিক করতে পারি? উত্তর :যেহেতু আপনার মেমোরি কার্ডটা একদম কোথাও সাপোর্ট ই করছে না সেক্ষেত্রে এখন কিছু করার নাই তবে আপনি মেমোরি কার্ডটার লাল অংশ তে রাবার দিয়ে কিছুক্ষন ঘষে তারপর পিসিতে লাগিয়ে দেখতে পারেন। এইটা মার্শবল এ পাওয়া ভাল একটা ট্রিক। যদি এতে কাজ না হয় তাহলে আপনার মোবাইলটি অফ করুন এবং মেমোরী কার্ডটা লাগান এবং সাথে সাথে আপনি রিকভারি মোড এ যান এবং Install Zip File From Sd Card অপশন এ যান দেখতে পাবেন যে আপনার মেমোরি কার্ড এর ফাইলগুলো দেখা যাচ্ছে। এখন আপনি Back দিয়ে রিস্টার্ট করে দেখুন আপনার মেমোরি কার্ড সাপোর্ট করছে আপনার মোবাইল এ। বি:দ্র :- আপনার মোবাইল এ রিকভারি মোড ইন্সটল না থাকলে আপনার পরিচিত কোন বন্ধুকে জিজ্ঞাসা করুন ওদের মোবাইল এ আছে কি না আশা করি বর্তমান এ মোবাইল রুট করার পর সবাই রিকভারি মোব ইন্সটল দিয়ে ই রাখে। ধন্যবাদ। টেলিকম আইনক্স (মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার ) ( ISO 9001:2008 CERTIFIED COMPANY) খড়দহ ,রহড়া ,হরিসভা মন্দিরের বিপরীতে কলকাতা-700118 e-mail-sanjibinox007@gmail.com টেলিকম আইনক্স – 9831463802 / 7998402776


Comments

  1. Vai winmax xc7 mobile. Ki memory diya flash kora jaibo naki .........akto help koren
  2. mamory show kora na
  3. thanks ami korte parce........
  4. pc pen drive না পেলে কি করব
  5. o dada aponalokok dhoinobad .......very nice
  6. ভাইয়া আমার মোবাইলে সপটার ডাউনলোড হয়না লেখা আসছে ইন মেমোরি অফ এখন আমি কি করবো বুঝিয়ে বলবেন
  7. vai amar ekhane last option e dekhacce disk part encunterned an error.the parameter is incorrect plz help dada..............
  8. দাদা একটু কথা গুলো কমবেলন তাহলে সুনতে ভালো লাগবে আর একটা পিটপচ দিবেন I phone জেলব্রেক কিভাবে করে
  9. আপনাদের অনেক আনেক ধন্যবাদ।
  10. ভাই আপনার নাম্বার টা দেন। কথা বলতে চাই।
  11. মোবাইলে পেনড্রাইব কানেক্ট না হলে কিভাবে কানেক্ট করবো,,,অনুগ্রহ করে বলবেন কি
  12. hi. my Symphony FT01 cgirging is not store.video
  13. দাদা। clean দেওয়ার পর Error দেখাচ্ছে, এখন কী করব?দয়া করে একটু জানান please...
  14. দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমার নষ্ট মেমরিটি ঠিক করতে পেরেছি ......... আপনার সবগুলো পুষ্ট আমি সব সময় দেখি কিন্তু এভার ধন্যবাদ না দিয়ে থাকতে পারলাম না ---------- দাদা এমার জন্য দোয়া করবেন ------------
  15. খুব সুন্দর ভাবে বুজিয়েছেন দাদা ।।
    ধন্যবাদ,,,
  16. আসসালামু আলাইকুম ় আমার মেমোরি থেকে কিছু ডিলেট করলে আবার সবকিছু চলে আসে়।ফরমেট ও হয় না।আমি এখন কি করব জানাবেন।
  17. নাইচ
  18. clean hoyse na dada ki korbo?
  19. thanks you khub sundor
  20. aro naton kico jines dakhan ami dhakta cai